মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের নিজেদের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
রবিবার সকাল ১১ টার দিকে থানা চত্তরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন,সাবান এবং মাস্ক বিতরণ করেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ভাস্কর সাহা পিপিএম প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা, ওসি তদন্ত মো. আবুল কালাম পিপিএম প্রমুখ।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, রবিবার থানা চত্তরে কর্মসূচি উদ্বোধন করা হলেও এর পর কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ এপ্রিল ২০২০।