জেলার সাটুরিয়ার দড়গ্রাম বাজারে গণজমায়েত করে দোকান খোলা রাখার দায়ে ৩ ব্যাবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ইউএনও।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যামিস্ট্রেট আশরাফুল আলম রবিবার দুপুরে দড়গ্রাম বাজারে দর্জি, মুদি এবং ফার্মেসী ব্যাবাসায়ীদের দোকানী গণ জমায়েত করে ক্রয় বিক্রয় করার দায়ে এ অর্থদন্ড প্রধান করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, সরকারের নির্দেশে আমরা গণ বিজ্ঞপ্তি দিয়ে উপজেলার ৯টি ইউনিয়নের সকল হাট বাজারের দোকান বন্ধ ঘোষনা করেছি। শুধু মাত্র ঔষদের দোকান খোলা থাকবে। কিন্তু তার পরও কিছু ব্যাবসায়ীরা দোকান খোলা রেখে ব্যাবসা করে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিত্বে আমরা দড়গ্রাম বাজারে অবিযান পরিচালনা করি।
সরকারী নির্দেশনা অমান্য করে গণ জমায়েত করার সত্যতা পেয়ে দড়গ্রাম বাজারেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দর্জি দোকানী আরশেদ আলমতে ৩ , মুদি দোকানী বাসুদেবকে ৫ এবং ফার্মেসী ব্যবসায়ী জামান মিয়াকে ৫ হাজারসহ মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ এপ্রিল ২০২০।