সাটুরিয়া প্রতিনিধি, ৯ ফেব্রুয়ারী: মানিকগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যন হিসেবে আগাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি শনিবার বিকালে তার সমর্থকদের নিয়ে সাটুরিয়ার ফকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া বাজারে গণসংযোগ করেন।
অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম সাটুরিয়া ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনের পর থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচেছন। তিনি উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন।
অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম সাটুরিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতির হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের নির্বাচিত জিএস ছিলেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার বিকালে কান্দাপাড়া বাজারে গণসংযোগের পর স্থানীয় সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি থাকায় সমগ্র সাটুরিয়াতে ব্যাপক পরিচিত রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের চাওয়ার কারনেই আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
ছাত্রলীগের সাবেক এই নেতা আরো বলেন, আমি নির্বাচিত হলে উপজেলা চেয়ারম্যান যেই হোক, আমাদের স্বাস্থ্য মন্ত্রীর সাথে একসাথে সাটুরিয়ার উন্নয়নে অংশীদার হব। সাটুরিয়ার আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। যে কাজ গুলি বাকী রয়েছে তরুণদের সাথে নিয়ে তালিকা ধরে কাজ করার চেষ্টা করব।
আর শিক্ষিত তরুনরা যাতে মাদক থেকে দূরে থাকে সেই কাজও আগে করব। শিক্ষিত বেকারদের জন্য আধুনিক বিভিন্ন প্রশিক্ষণের ব্যাবস্থা করার কথা জানান এই নেতা।
স্থানীয়রা বলেন, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম অল্প বয়স থেকে রাজনীতির সাথে জরিত। বিশেষ করে তরুণকাছে খুবই জনপ্রিয়। সে বিভিন্ন সময়ে খেলাধুলায় যুবকদের উৎসাহ দিয়ে আসছেন। তাছাড়া সমগ্র উপজেলায় একজন জনপ্রিয় তরুণ নেতা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন: