নিজস্ব প্রতিনিধি, ৯ ফেব্রুয়ারী: ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ২ নং নিকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
৮৮ তম ক্রীড়া প্রতিযোগিতা সকাল ১০ টার দিকে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য মো. আনোয়ার হোসেন সিকদার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত) আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, দিপালী রাণী মন্ডল, আলেয়া আক্তার, মঞ্জু রানী মন্ডল, বুলবুলি আক্তার, ফিরোজা আক্তার, স্থানীয় যুবলীগ নেতা মো. দেলেয়ার হোসেন, ছাত্রলীগ নেতা এস, এম নাসির সরকারসহ আরও অনেকে।
সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চলনায় ক্রীড়া প্রতিযোগিতার ৩০ টি বিভাগে শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। পরে বিকালে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য মো. আনোয়ার হোসেন সিকদারসহ অন্যন্য অতিথিরা বিজয়ীদের মাঝে পরুস্কার বিতণর করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন: