মানিকগঞ্জে ইয়াবাসহ আটক দুই

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ ফেব্রুয়ারী:  মানিকগঞ্জ সদর ও শিবালয় থানায় জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার সন্ধায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ ২ জন কে আটক করেছে।

গোয়েন্দা পুলিশের একটি দল শহরের সেওতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার সন্ধায় শাহিদ এলাশি শান্তকে (১৯) আটক করে। শান্ত গুরখি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। এসময় তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় উপজেলার তাড়াইল বাজারের মেসার্স হেপী এন্টারপ্রাইজ দোকানের ভিতর থেকে হাফিজুর রহমানকে (৪৫) আটক করে। সে জামশা গ্রামের কাউসার আলীর পুত্র। এসময় তার দোকানের ক্যাশ কাউন্টার থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মানিকগঞ্জ গোয়েন্দা শাখা শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আসামীদেরকে আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন:

কান্দাপাড়া –রাইল্লা সড়কের বেহাল অবস্থা

আরো পড়ুুন