সাটুরিয়ায় বিএনপির সভাপতিসহ ১৬ নেতাকর্মী কারাগারে

সাটুরিয়া প্রতিনিধি: ২৫ মার্চ.

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান ও ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. ফরিদ হোসেনসহ ১৬ বিএনপি নেতাকর্মীকে  জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান তাদের নাশকতার মামলায় জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করে।

উপজেলা বিএনপির নেতা কর্মীরা জানান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান ও ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক  ও সভাপতি প্রার্থী মো. ফরিদ হোসেনসহ ১৬ নেতা কর্মীর বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নাশকতার মামলা ছিল। যার মামলা নং ০৬-০২-২০১৮/ সাটুরিয়া।

এ নাশকতার মামলায় বিএনপি ১৬ নেতাকর্মীরা হাইকোর্টে আগাম জামিন ছিল ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ আদালত বন্ধ থাকায় রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতে জামিন চাইতে হাজির হলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণ করে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলার দেলুয়া ও সাটুরিয়া বাজারে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষে গাছের গুড়ি ফেলে যান চলাচল ব্যাহত করে। পরে পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় ২৩ নেতাকর্মী ও অজ্ঞাত ৫০ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ২৫ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

আমরা এখন তলাবিহীন ঝুড়ি না…সাটুরিয়ায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরো পড়ুুন