২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসন শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে শহীদ বেদিতে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারাজানা সিদ্দিকীর নের্তৃত্তে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা আওয়ামী লীগ, সাটুরিয়া থানা পুলিশ, উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, সাটুরিয়া সাংবাদিক সমিতি, সাটুরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন জাতীর শ্রেষ্ঠ বীরদের সম্মান জানান।
শেষে মোনাজাত করা হয়। সকাল ৭ টার দিকে সাটুরিয়া থানা সংগলগ্ন গণকবর জিয়ারত করাহয়।
এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ.খ. ম নূরুল হক, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম টুম্পা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ২৬ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: সাটুরিয়ায় বিএনপির সভাপতিসহ ১৬ নেতাকর্মী কারাগারে
একই সংবাদের ভিডিও সংবাদ দেখেতে :