আমরা এখন তলাবিহীন ঝুড়ি না…সাটুরিয়ায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাসান ফয়জী. ২৫ মার্চ.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আমরা এখন তলাবিহীন জুড়ি না। আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। দেশে এখন সর্বক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে।

তিনি রবিবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজীত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাটুরিয়া উপজেলা অডিটরিয়ামে অবহিতকরণ কর্মশালায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশকে সোনার বাংলাদেশ গড়তে চায়। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের সুস্থ্য জাতি, সুস্থ্য মানুষ ও সুস্থ্য চিন্তা দরকার। আমরা উন্নয়ন চাইলে অবশ্যই শেখ হাসিনা কে, অবশ্যই আওয়ামী লীগ কে দরকার। শেখ হাসিনাই এই দেশে আইনের শাষন কায়েম করেছে। তাই  তিনি আবার নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মুস্তফা সরোয়ার এর সভাপতিত্তে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মানিকগঞ্জের উপ- পরিচালক রঞ্জিত কুমার মন্ডল, সহাকারী পরিচালক মো. গোলাম নবী, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা পরিববার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জেসমিনসহ আরও অনেকে।

অবহিতকরণ সভায়  উপজেলা পর্যায়ে কর্মকর্তা, কর্মচারী, সেবাদানকারী ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করে।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২৫ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

বিনোদনের জন্যে খেলাধুলার কোন বিকল্প নেই…… জাহিদ মালেক স্বপন

আরো পড়ুুন