সাটুরিয়া প্রতিনিধি, ১৪ আগষ্ট:সাটুরিয়ায় পারুল বেগম (৩০) নামে এক গৃহবধু গলায় ফাঁষ দিয়ে আত্মহত্যা করেছে। ঐ গৃহবধু উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাটারা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। পারুল পরিবারের সবার অজান্তে মঙ্গলবার দুপুর ১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ফাঁষি দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
এলকাবাসী জানায়, ১২ বছর আগে পার্শর্তী হাজিপুর গ্রামের চড় পাড়ার আতাউর রহমান মেয়ে পারুল বেগমের সাথে ভাটারা গ্রামের হাশেম মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৪) সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বর্তমানে পারুল ২ কণ্যার জননী। দুপরে পারুলে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় এলাকাবাসী।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, এমন খরব পেয়ে আমি ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছি। আত্মহত্যার মূূল কারন ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১৪ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন: