মানিকগঞ্জে বিভিন্ন হোটেলকে এক লক্ষ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি,
১৪ আগষ্ট: জাতীয়
ভোক্তা
অধিকার
সংরক্ষণ
অধিদপ্তর
মানিকগঞ্জ বাসষ্টান্ড এলাকায় বিভিন্ন
হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান
পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

 

ঢাকা বিভাগীয় কার্যালয়ের
উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার নের্তৃত্বে মঙ্গলবার
বিকালে অবৈধ
প্রক্রিয়ায়
খাদ্য
প্রক্রিয়াকরণের
দায়ে
এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন মানিকগঞ্জ
জেলা কার্যালয়ের
সহকারী
পরিচালক
 
আসাদুজ্জামান রুমেল। 
সদর উপজেলার বাসস্ট্যান্ড
বাজার
এলাকায়
 
ক্যাফে হাইওয়ে চাইনিজ এন্ড রেষ্টুরেন্টকে
 
২৫ হাজার ওয়েলকাম হোটেল এন্ড রেষ্টুরেন্টকে
২০ হাজার,
স্বাদ
হোটেল
এন্ড
রেষ্টুরেন্টকে
২০ হাজার
,আল
মোবারক
হোটেলকে
 
১০ হাজার  এবং ভাই ভাই হোটেলকে ৫ হাজার,  আদিকালু ঘোষ মিষ্টান্নকে  ১০ হাজার, রাজলক্ষী মিষ্টান্নকে
 
১০  টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
এসময় অভিযানে আরও টি প্রতিষ্ঠানকে
সতর্ক
করা
হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সেক্রেটারী

থানা
পুলিশ
সদর
মানিকগঞ্জ২৪/ হা.ফ/
১৪ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ার পশু খামারিরা সংকিত

আরো পড়ুুন