সাটুরিয়া প্রতিনিধি: জেলার সাটুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টার দিকে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে উপজেলা পরিষদ চত্তরে সামনে দুর্নীতি বিরোধী প্রচারণা মূলক প্লেকার্ড ও ফেষ্টোন নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জহিরুল হক খান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী।
অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুন্নেছা ঝিনুক, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার এমাদুল হক, সাটুরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক গণেশ চন্দ্র ঘোষ, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ সহ আরও অনেকে।
মানবন্ধন ও আলোচনা সভায় উপজেল পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র- ছাত্রীরা অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ ডিসেম্বর/ ২০১৭।
আরও পড়ুন: