৫০ পেরুনো জীবনে এই দেশে রাজনৈতিক,
অরাজনৈতিক নানা দাবির অসংখ্য অনশন দেখেছি,লেবুর শরবত,ফলের জুস দিয়ে অনশন ভাঙাতেও দেখেছি । নিজে একবার
অনশন ভাঙিয়েছিও ।
আইরিশ গেরিলা নেতা ববি স্যাণ্ডস আমরণ অনশন করে জেলখানায় মরে গিয়েছিলেন সে খবরও পত্রিকায়
পড়েছি।
কিন্তু এমন কায়দায়, কলা দিয়ে অনশন ভাঙাতে কাউকে দেখিনি।
আমি এখনও সন্দিহান এই কলা আসলে
সহমর্মীতা নাকি গোপন উপহাস। বিশ্বাস করতে চাই এটি সহমর্মীতাই। কারণ “কলা খাও “,কলা খাওয়ানো “বলে বাংলা ভাষায় ভিন্ন কিছু আছে।
তবে
চিকিৎসাবিজ্ঞান
বলে,
দীর্ঘসময়
অভূক্ত
মানুষের
মুখে
প্রথমে
তরল
খাবারই
তুলে
দিতে
হয়,
এঁরা
সেটা
জানেন
বলে
আমি
বিশ্বাসও
করি।
ডাকসু নির্বাচনের দাবিতে এই ছেলেটি প্রায়
দুই সপ্তাহ অনশনে ছিল।
মানিকগঞ্জ২৪/ ১০
ডিসেম্বর/ ২০১৭।
ছবি ও তথ্য সাইফুদ্দিনআহম্মেদ নান্নু এর ফেসবুক থেকে নেওয়া।