সাটুরিয়া প্রতিনিধি, ২৯ মে: মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ সোমবার রাতে অভিযান পরিচালনা করে ২ ডাকাতসহ ৩ জন কে আটক করেছে। এসময় ডাকাতি হওয়া দেড় লক্ষ টাকার স্বর্ণ, ডাকাতী করার সরঞ্জাম জব্দ করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান মঙ্গলবার সকালে তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, দুই ডাকাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সোহরাব হোসেন ও আব্দুল আজিজের ছেলে আব্দুল মজিদ এবং স্বর্ণ ব্যবসায়ী ঢাকার ধামরাই উপজেলার চৌহাটের ফয়জুদ্দিনের ছেলে জাকির হোসেন।
সাটুরিয়া থানার এস, আই মো. জিয়াউর রহমান বলেন, বিগত ২১-০৪-২০১৮ তারিখে উপজেলার বড় কয়লা গ্রামের মজিবরের বাড়ীতে এক ডাকাতি সংঘঠিক হয়। পরের দিন রুকিয়া বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় এককিট মামলা দায়ের করে। এ ঘটনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ ডাকাত, দেড় লক্ষ টাকার স্বর্ণসহ ডাকাতী সরঞ্জামসহ ও লুট মালামাল ক্রয়ের অপরাধে এক স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিঙ্গাসাবাদে ডাকাতির ঘটনার সাথে বিষয়টি স্বীকার করেছেন। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে বাকী মালামাল ও ডাকাতদের গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২৯ মে ২০১৮।
আরও পড়ুন: