সাটুরিয়া প্রতিনিধি, ১ জুন: মানিকগঞ্জের সাটুরিয়ায় পঞ্চম শ্রেনীর একস্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার হরগজ নয়াপাড়া এলাকা ৬০ বছরের ঐ বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
রমজান আলী হরগজ নয়াপাড়া গ্রামের মৃত কমল উদ্দিন মোল্লার ছেলে।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আামিনুর রহমান নিশ্চিত করেছেন।
সাটুরিয়া থানার এস, আই হাসান বলেন, ২৪ মে দুপুরে ওই স্কুলছাত্রীর নানা বাড়ির ঘরের উঠানে ছিল। এসময় রমজান আলী ওই মেয়েকে প্রথথমে কু- প্রস্তাব দেন এবং পরে জোর পূর্বক ধর্ষণ করা চেষ্টা করে। পরে ওই স্কুলছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কৌশলে পালিয়ে যায় রমজান আলী।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আামিনুর রহমান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার ভোরে রমজান আলী কে গ্রেফতার করি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নাম্বার ৩/ ১-৬-১৮। আইনি পক্রিয়াশেষে আসামী কে শুক্রবারাই কোর্টে পাঠানোর পক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১ জুন ২০১৮।
আরও পড়ুন: