প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করায় সাটুরিয়ায় যু্বক গ্রেপ্তার

সাটুরিয়া প্রতিনিধি, ১৭ মে: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফটোশপে বিকৃত করে তা ফেসবুকে আপলোড করার অভিযোগে সাটুরিয়া উপজেলায় আনোয়ার হোসেন (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবক আনোয়ার হোসেন (৪২), সে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাওন্নারা গ্রামের  বুদ্ধু মিয়ার ছেলে। সে পেশায় একজন পিকাপ ড্রাইভার।

বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা নিশ্চিত করে বলেন ঐ যুবক দীর্ঘ দিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেসবুকে প্রচার করে আসছিল। এমন অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম (পিপিএম) বলেন, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ছবি নয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এর ছবি নিয়ে বিকৃত করে আসছিলেন। শুক্রবার গভীর রাতে আনোয়ার হোসেন কে গ্রেপ্তার করি। পরে তাকে জিঙ্গাসাবাদ করে ও তার ফেসবুক ওয়াল দেখে নিশ্চিত হয়েছি।

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার দুপুর ৩ টার দিকে সাটুরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নয় ২৪/ ১৭-৫-১৯।

মামলার বাদি সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে হিসেবে স্বিকৃত পেয়েছে। আর তার ছবি বিকৃত করে ফেসবুকে সেয়ার করায় আমি বাদি হয়ে মামলা দায়ের করেছি।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম (পিপিএম)  শুক্রবার বিকাল পোনে ৪ টার দিকে বলেন, আনোরয়ার হোসেনকে আইনি প্রক্রিয়া শেষে মানিকগঞ্জ আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ মে ২০১৯।

আরো পড়ুুন