হরিরামপুর প্রতিনিধি, ১৬ মে, জেলার হরিরামপুর উপজেলায় এক মুক্তিযোদ্ধা উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধনের আয়োজন করেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মিয়া’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধনটি বৃহস্পতিবার দুপরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্তরে আয়োজন করেন। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। পরে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদাণ করেন।
উল্লেখ্য সোমবার (১৩) মে রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মিয়া’র বসতবাড়ীতে হামলা করে কয়েকজন দূর্বত্ত। পরে এ ঘটনায় তিনজনকে আসামী করে হরিরামপুর থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পরেও অজ্ঞাত কারণে উল্লেখিত কোন আসামীদের গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেন তারা।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ মে ২০১৯।