সটুরিয়া প্রতিনিধি ১৪ মে: মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সেলিমকে (২৭) দল থেকে বহিস্কার করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নিশ্চিত করা হয়েছে।
সাটুরিয়া থানা পুলিশ গত সোমবার বেলা ১১ টার দিকে দড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আমিনুল ইসলাম সেলিমকে (২৭) ইয়াবাসহ গ্রেপ্তার করে।
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন খান মুহিদ ও সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, দলীয় শৃংখলা ভঙ্গ ও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণীত হওয়ায় মঙ্গলবার এক জুরুরী সভায় ছাত্রলীগের দরগ্রাম শাখার আহ্বায়ক সেলিমকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। তাছাড়া ঐ আহ্বায়ক কমিটিও বিলুপ্তী করা হয়েছে।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ মে ২০১৯।
আরও পড়ুন: