সাটুরিয়া প্রতিনিধি ১৩ মে: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সেলিম হোসেনকে (২৭) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে দড়গ্রাম তেবারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেলিম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক সেবন ও বিক্রির সাথে যেই জড়িত থাকুকনা কেন তাকে কোন ছাড় নয়। সেলিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ মে ২০১৯।
আরও পড়ুন:
সাটুরিয়ায় ক্যামিকেল মিশ্রিত ২ হাজার পিচ কলা ধ্বংস