বালিয়াটী ইউপির ২ কোটি টাকার বাজেট ঘোষনা

সাটুরিয়া প্রতিনিধি, ২০ মে: সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের আগামী ২০১৯-২০ অর্থ বছরের ২ কোটি ১৬ হাজার ৫ শত ৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন সোমবার সন্ধায় ৬ টার দিকে পরিষদের হলরুমে এই বাজেট ঘোষনা করেন।

বালিয়াটী ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মো. হানিফ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, এসআই মো জলিলসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লিয়াকত আলী, পাকুটিয়া কলেজের প্রভাসক সমরেন্ধু সাহা লাহোর, অ্যাডভোকেট আবুল হোসেন, ইউপি সদস্য, সদস্যা, স্থানীয় শিক্ষক, বাজার কমিটির সদস্য, দোকানীরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মে ২০১৯।

আরো পড়ুুন