ধলেশ্বরীতে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ জুন: মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী শারমিন আক্তারের (৯) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার ধলেশ্বরী নদীর তিল্লী এলাকায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

মৃত স্কুলছাত্রী শারমিন উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।   শারমিন একই গ্রামের গ্রামের মো. সোহাগ আলীর মেয়ে।

বিষয়টি বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ নিশ্চিত করে বলেন, গত বুধবার বাড়ি পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে শারমিন নদীর পানিতে ডুবে যায়।  পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে দমকল বাহিনী সদস্যরা বুধবার দুপুর থেকে ডুবুরি দল রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যার্থ হয়।

বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটায় ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার ভাটিতে তিল্লি এলাকায় শারমিনের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জুন ২০১৯।

আরো পড়ুুন