সাটুরিয়া প্রতিনিধি, ১১ জুন: জেলার সাটুরিয়া উপজেলার সাহেব পাড়া গ্রামে মরহুম আনসার আলীর মুত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে গরীব ও অসহায় দুস্থ্য মানুষদের বিনা মূল্যে চিকিৎসা পত্র ও ঔষধ পত্র বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফর রহমানের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দিন ব্যাপি এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু প্রমুখ।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফর রহমান বলেন, আমার পিতা মরহুম আনসার আলীর মুত্যু বার্ষিকী উপলক্ষে ৬ বছর যাবৎ বছরে আমার নিজ বাড়ীতে একবার ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। এ বছর ৮টি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সাহেবপাড়া সহ আশে পাশের কয়েকটি গ্রামের গরীব, অসহায় ও দুস্থ্য রোগীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পত্র ও ৪-৬ প্রকার ঔষধ বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ জুন ২০১৯।