সাটুরিয়া থেকে চুরি হওয়া সিএনজি গাজিপুর থেকে উদ্ধার

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ জুন: জেলার সাটুরিয়া থেকে চুরি হওয়া সিএনজি গাজিপুরের শ্রীপুর থেকে উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এসময় ৩ সিএনজি চোর কেউ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার কৃত চোর হচ্ছে বাহার হোসেন ওরফে কাজল মোল্লা (৫৮), আবুবকর (৪০) কাপাসিয়া, এবং মোকারম (২৩)। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার মিঞা বলেন, ওসি তদন্ত আবুল কালাম (পিপএম) ফোর্স নিয়ে শুক্রবার ভোর রাতে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা এলাকা হতে চুরি হওয়া সিএনজিসহ ৩ চোর কে গ্রেপ্তার করে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) আবুল কালাম (পিপিএম) বলেন,  সাটুরিয়া উপজেলার কুড়ি কাহুনিয়া গ্রামের সাহাজ উদ্দিনের সিএনজি গাজিপুর থ- ১১৪৩৬০ টি গত ২৬ মে নিজ বাড়ী থেকে চুড়ি হয়। পরে সাহাজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, পিরুজপুর জেলার বাহার হোসেন ওরফে কাজল মোল্লা (৫৮), গাজিপুর জেলার কাপাসিয়া এলাকার আবুবকর (৪০) এবং শ্রীপুর উপজেলার মোকারম (২৩) কে প্রযুক্তির সাহায্যে আলামত সহ গ্রেপ্তার করি। তারা সবাই আন্তজেলা সিএনজি চোরের সদস্য। প্রাথমিকভাবে তারা দীর্ঘ বছর ধরে সিএনজি চোরের সাথে জড়িত স্বীকার করেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার মিঞা বলেন, সিএনজি চোরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ জুন ২০১৯।
আরও পড়ুন:

ধলেশ্বরীতে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

আরো পড়ুুন