মানিকগঞ্জে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ জুন: ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটের ওপর বৈষম্যমুলক কর আরোপের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ফেডারেশনের কর্মীরা।

মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী বাস স্টান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বিড়ি শ্রমিকরা বিড়ির ওপর সম্পুর্ন কর প্রত্যাহার, বিড়ির প্যাকেটের দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা, নিম্ম ও মধ্যস্তরের সিগারেট সমমূল্য করাসহ বহুজাতিক কোম্পানীর আগ্রাসন বন্ধের দাবী জানান। শ্রমিকরা বিড়ি শিল্পকে বাঁচানোর জন্য কর প্রত্যাহারের জন্য সরকারের নিকট আবেদনন করেন।

মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক অংশ নেয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জুন ২০১৯।

আরো পড়ুুন