মানিকগঞ্জ প্রতিনিধি, ২৫ জুন: মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
ইকবাল হোসেন খান দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিনডি জনিত রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইকবাল হোসেনের চাচাতো ভাই সোলায়মান খান জানান, মঙ্গলবার আসরের নামাজের পর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরাস্থানে তাকে দাফন করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ জুন ২০১৯।