বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এস.কে.এম. হেদায়েত উল্লাহঃ
এইচ.এস.সি পরীক্ষা শেষ।সবাই এখন ব্যস্ত বিশ্ববিদ্যালয়,মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি নিয়ে।কিন্তু অনেকেরই ভর্তিপরীক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই।তাই বিশ্ববিদ্যালয় অনুসারে ভর্তি প্রস্তুতি নিয়ে মানিকগঞ্জ২৪.কম ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করবে।সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।দেশের সকল শিক্ষার্থীর অন্যতম স্বপ্নের জায়গা দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয়।জাবির সবুজে মুগ্ধ হবে না এমন প্রকৃতিপ্রেমী মানুষ খুব কমই আছে।আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কম তাই ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা সবচেয়ে বেশি।এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ও ৪ টি ইন্সটিটিউট এর রয়েছে।এর মধ্যে ছয়টি অনুষদের অধিভুক্ত ৩৪ টি বিভাগ ও ৩টি ইন্সটিটিউটে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।ইন্সটিউট অফ রিমোট সেনসিংয়ে স্নাতক লেভেলে কোন শিক্ষার্থী ভর্তি করা হয় না।

অনুষদ/ইন্সটিটিউট অনুযায়ী ভর্তি পরীক্ষার মানবন্টন ও বিভাগ নিচে আলোচনা করা হলোঃ

→A Unit (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):
1. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
2. রসায়ন বিভাগ
3. পদার্থবিজ্ঞান বিভাগ
4. গণিত বিভাগ
5. পরিসংখ্যান বিভাগ
6. পরিবেশ বিজ্ঞান বিভাগ
7. ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
মানবন্টন:-
* গণিত – ২২
* পদার্থবিজ্ঞান – ২২
* রসায়ন -২২
* বাংলা – ৩
* ইংরেজি – ৩
* বুদ্ধিমত্তা( বিজ্ঞান বিষয়ক ) – ৮

→B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) :
1। অর্থনীতি বিভাগ
2। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
3। সরকার ও রাজনীতি বিভাগ
4। লোকপ্রশাসন বিভাগ
5। ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
6। নৃবিজ্ঞান বিভাগ
মানবন্টন:-
* বাংলা – ১০
* ইংরেজি – ১৫
* গণিত – ১৫
* সাধারণ জ্ঞান – ২৫
* বুদ্ধিমত্তা – ১৫

→C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
1) ইংরেজি
2) আন্তর্জাতিক সম্পর্ক
3) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
4) ইতিহাস
5) বাংলা
6) দর্শন
7) প্রত্নতত্ত্বন্ন
মানবন্টন:-
* বাংলা- ১৫
* ইংরেজি – ১৫
* অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়-৫০
C1 Unit ( এটা আলাদা কোন অনুষদ নয়।তবে ভর্তি পরীক্ষার সুবিধার্থে আলাদা পরীক্ষা নেয়া হয়):
১. নাটক ও নাট্যতত্ত্ব
২.চারুকলা
মানবন্টন:-
* বাংলা- ১০
* ইংরেজি – ১০
* বিষয়ভিত্তিক- ৬০ (নাট্যতত্ত্ব ৩০ & চারুকলা ৩০)

→D Unit(জীববিজ্ঞান অনুষদ)
1। ফার্মেসী বিভাগ
2। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
3। মাইক্রোবায়োলজি বিভাগ
4। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগ
5। পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
6। প্রাণিবিদ্যা বিভাগ
7। উদ্ভিদবিজ্ঞান বিভাগ
#মানবন্টন:-
* বাংলা + ইংরেজি = ৮
* রসায়ন = ২৪
* জীববিদ্যা – ৪৪ ( উদ্ভিদ বিদ্যা – ২২, প্রাণিবিদ্যা – ২২ )
* বুদ্ধিমত্তা – ৪

→E Unit( বিজনেস স্টাডিজ অনুষদ ) :
1। ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ
2। মার্কেটিং বিভাগ
2। একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম বিভাগ
4। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
#মানবন্টন:-
*বাংলা – ১৫
*ইংরেজি – ৩০
*গণিত – ১৫
*হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ২০ (গণিত হিসাববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রশ্ন বাংলা ভার্সনে হবে)
→F Unit ( আইন অনুষদ ) :
মানবন্টন:-
* বাংলা – ২৫
* ইংরেজি – ২৫
* সাম্প্রতিক বিষয়ও বুদ্ধিমত্তা – ৩০

→G Unit [ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (IBA-JU) ] :-
#মানবন্টন:-
* বাংলা – ৫
* ইংরেজি – ৩০
* Mathematical Aptitude & IQ – ৩০
*সাম্প্রতিক ও বিশ্লেষণ মূলক বিষয় – ১০
* Viva – ৫
[ Viva তে সর্বনিন্ম ৩৫% নাম্বার পেতে হবে]

→H Unit ( Institute Of Information Technology ) :
#মানবন্টন:-
* বাংলা – ৫
* ইংরেজি – ১৫
* গণিত – ৪০
* পদার্থবিজ্ঞান – ২০.

→I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি) :-
মানবন্টনঃ
* বাংলা – ১৫
* ইংরেজি – ১৫
* বিশ্বসাহিত্য -১০
* সাধারণ জ্ঞান – ১০
* সংস্কৃতি – ৫
* নৃবিজ্ঞান – ৫
* প্রত্নতত্ত্ব – ৫
* বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ – ১০
* ইতিহাস-ঐতিহ্য – ৫

আরো যা জানা উচিতঃ
১। A, B, C, C1, D, E, F, H এবং I ইউনিটে ৮০ মার্কের MCQ পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট।
G ইউনিটে ৭৫ মার্কের MCQ পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট।
২। পাশমার্কঃ
সকল ইউনিটের MCQ পরীক্ষায় মোট পাশমার্ক ৩৩%। সাবজেক্ট ভিত্তিক আলাদা পাশমার্ক নেই।
C ইউনিটের ইংরেজী বিভাগে ভর্তি পরীক্ষায় ইংরেজী বিষয়ে নূন্যতম ৭ নম্বর পেতে হবে৷
৩। ভাইভাঃ
A, B, D, E, F, H এবং I ইউনিটে ভাইভায় মার্কস নেই।
G ইউনিটে ৫ মার্কের ভাইভা হয়। ভাইভায় পাশমার্ক ৩৫%।
৪। ব্যবহারিকঃ
A, B, C, D, E, F, G, H এবং I ইউনিটের ব্যবহারিক হয় না।
C1 ইউনিটের ২০ মার্কের ব্যবহারিক পরীক্ষা হয়। পরীক্ষায় পাশমার্ক ৪০%।
৫। প্রশ্নপত্রের মাধ্যমঃ
A, B, C1, D, E, H এবং I ইউনিট(ঐচ্ছিক:বাংলা/ইংরেজি) এবং C,F এবং G ইউনিটঃ ইংরেজি
৬। জিপিএ গণনাঃ
(SSCX1.5) + (HSCX2.5)
মোটঃ ২০
জিপিএ ৪র্থ বিষয় সহ গণনা করা হবে।
৭।দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।

অনুলিখনঃএস.কে.এম. হেদায়েত উল্লাহ
                 প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

এছাড়াও ভর্তি পরীক্ষা বিষয়ে কোন প্রশ্ন থাকলে ইনবক্স করতে পারেন মানিকগঞ্জ২৪.কম পেইজে বা ইমেইল করতে পারেন hedayetullah2027@gmail.com এই ঠিকানায়।

মানিকগঞ্জ২৪.কম/হে.উ./২৮জুন/২০১৯

আরো পড়ুুন