সাটুরিয়ায় শুশুর বাড়ি থেকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হল যুবককে

সাটুুরিয়া প্রতিনিধি, ২০ মার্চ:

ভারত থেকে এসে কোয়ারেন্টাইনে না থেকে শুশুর বাড়ি যাওয়ায় সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হল এক যুবককে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম শুক্রবার সন্ধায় দরগ্রাম ইউনিয়নের আব্দুল খালেক এর পুত্র আরব আলী কোয়ারেন্টাইনে না থেকে জন সম্মুখে চলা ফেরা এবং শশুর বাড়ি যাওয়ায় তাকে আটক করেন। পরে তাকে সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ১০ শয্যা কোয়ারেন্টাইনে ১৪ দিনের জন্য রাখেন।

আরব আলী শুক্রবার সকালে ভারত থেকে নিজ গ্রামে আসেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করে আসছি। আমার উপজেলার ৯টি ইউনিয়নের জন্য ৯টি কমিটি গঠন করেছি। যেখানে উপজেলা পরিষদের কর্মকর্তা ও চেয়ারম্যানদের রাখা হয়েছে। কোয়ারেন্টাইন না মানায় জরিমানা করেও প্রতিরোধ করা যাচ্ছে না প্রবাসীদের।  বিদেশ ফেরতরা যেহেতু কোয়ারেন্টাইন মানছেন না তাই এখন থেকে যাদের বাহিরে দেখব তাদের আমাদের নিয়ন্ত্রণে হাসপাতাল গুলোর কোয়ারেন্টাইনে রাখব।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০২০।

আরো পড়ুুন