মানিকগঞ্জের সাটুয়িয়া বাস ষ্টান্ড ও বাজার এলাকায় রবিবার সকাল ১১ টার দিকে ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও ডেটল সাবান বিতরণ করা হয়েছে।
সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষে প্রদার্পন উপলক্ষে এবং করোনা ভাইরাস প্রতিরোধে এই মাস্ক ও ডেটল সাবান বিতরণ করে।
মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মানিকগঞ্জ ভাস্করা সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, সবুজ পরিবেশ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুহেল রানা খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ফয়জী, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা মিজানর রহমান রুবেল, সাটুরিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা, ছাত্রলীগ নেতা শামিম হোসেন প্রমুখ।
এসময় সবুজ পরিবেশ পরিবেশ আন্দোলন, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ মার্চ ২০২০।
আরও পড়ুন: