মানিকগঞ্জে ধাঁনসিড়ি রেস্টুরেন্টে ৫ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ মার্চ

মানিকগঞ্জ শহরের ধাঁনসিড়ি রেস্টুরেন্টে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনিরাপদভাবে খাবার সংরক্ষণ, পঁচা ও রান্না করা খাবারের সাথে কাঁচা মাছ-মাংস একসাথে রাখার দায়ে ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এই জরিমানা করেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটি একই ফ্রিজের মধ্যে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ করে রাখার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া মানিকগঞ্জে দুধবাজার এলাকায় বাজার মনিটরিং অভিযানে চালের দাম অতিরিক্ত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, মেয়াদ ও এক্সপোর্ট লেবেল বিহীন কসমেটিকস রাখার দায়ে সকাল-সন্ধ্যা কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌসসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০২০।

আরো পড়ুুন