সাটুরিয়ায় বিয়ে বন্ধ, কনের বাবাকে ৭ দিনের জেল

সাটুরিয়ায় প্রতিনিধি, ২০ মার্চ:

মানিকগঞ্জের সাটুরিয়ায় গণজমায়েত করে বিয়ের অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করায় দায়ে কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে। করাদন্ড ব্যক্তি হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামের মৃত সৈয়দ কলিমুদ্দিন এর পুত্র মো. ফরমান আলী।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে আমরা ইতিমধ্যে যে কোন ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষনা করেছি। মাইকিং করা হচ্ছে। জন প্রতিনিধিদের নিয়ে সচেতনতা মূলক কর্মকান্ড করে যাচ্ছি। ইতিমধ্যে ২ টি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও শুক্রবার গণজমায়েত করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমান আলীর মেয়ের বিয়ে উপলক্ষে প্রীতিভোজ চলছিল। এমন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেলে গণজমায়েত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম আরো বলেন, বিয়েটি স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকালেই ফরমান আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০২০।

আরো পড়ুুন