মানিকগঞ্জের সাটুরিয়ায় কেরানা ইস্যুতে লোকসমাগম এড়াতে একটি বিয়ে পন্ড ও অপর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরের দিকে সাটুরিয়া ইউনিয়নের গওলা গ্রামে একটি বিয়ে বন্ধ এবং ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বিয়ের প্রিতীভোজ বন্ধ করে দেওয়া হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, করোনা ইস্যুতে লোকসমাগম এড়াতে আমরা সকল ধরনের সভা, সমাবেশ বন্ধ করে দিয়েছি।
সাটুরিয়া ইউনিয়নের গওলা গ্রামের এক পুত্র পার্শবর্তী ধামরাই উপজেলায় বিয়ে করতে যাচ্ছিল। এমন খবর শোনে, সাটুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ সে বিয়ে বন্ধ করে দেন।
অপরদিকে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরার নের্তৃত্বে অভিযান চালিয়ে একটি বিয়ের প্রীতিভোজের আয়োজন বন্ধ করে দেন। উক্ত বিয়ের অনুষ্ঠান সিমীত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা ৯টি ইউনিয়নের জন্য ৯টি কমিটি গঠন করে দিয়েছি। তারা সারা দিন ব্যাপি মাঠে কাজ করছেন। আগামী কাল উপজেলার ৭০টি মসজিদে জুমার খুৎবার সময় চচেতন মূলক বয়ান রাখবেন ইমাম সাহেবরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ মার্চ ২০২০।