মানিকগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ মার্চ

মানিকগঞ্জে আঁখি আক্তার নামের এক কিশোরীকে ধর্ষনের পর হত্যার দায়ে শাহাদাৎ হোসেন অরফে সাধু নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ নারী ও শিশু দমন আদলতের বিচারক।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামীর উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন।

এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ২০অক্টোবর। আখিঁ আক্তারকে মানিকগঞ্জের দৌলতপুরের শ্যামনগর গ্রামে নানা বাড়িতে পৌছে দেয়ার জন্য নিয়ে যায় শাহাদৎ হোসেন। উপজেলার শ্যামনগর পৌছালে শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত ডিপ টিউবলের ঘরে আঁখিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে। পরে লাশ গুমের জন্য পেট্রোল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

 ২০১৯ সালের ২৪ জানুয়ারি দৌলতপুর থানা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এই মামলায় ১৫ জনের স্বাক্ষগ্রহন করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ মার্চ ২০২০।

আরো পড়ুুন