আগে বৃষ্টি অইলে মাচার নিচে পলাইতাম

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ অক্টোবর

আগে বৃষ্টি অইলে মাচার নিচে পলাইতাম। বৃষ্টি থামার আগ পর্যন্ত পোলাপান নিয়া ভিজতাম। অহন শেখের বেটির পাকা ঘরে ঘুমাম। আমি সবার জন্যই দোয়া করি। আমার প্রতিবন্ধি পোলা, বউ নিয়া থাহনের যে ঘর দিতে সাহায্য করল তারা হগলেই যেন ভাল থাহে।

এভাবে কথাগুলি বলছিলেন, টিআর কাবিখা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে দুর্যোগ সহনীয় ঘরের চাবি পাওয়া বালিয়াটীর চরপাড়া গ্রামের এরশাদ আলী।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ও বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিনসহ অন্যান্য উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা রবিবার দুপুরে বালিয়াটী ইউনিয়নের চর পাড়া গ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর করার সময় উপকার ভোগী এরশাদ আবেগ আপ্লোত হয়ে পড়েন।

রোববার দুপুর ১২ টার দিকে বালিয়াটীর চরপাড়া গ্রামের এরশাদ আলীকে আনুষ্ঠানিক ভাবে বাড়িটি বুঝিয়ে দেওয়া হয়।  এসময় সাটুরিয়া উপজেলা বিভিন্ন কর্মকর্তা, ইউপি সচিব, সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার সকালে বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন গোপালনগর গ্রামের মর্জিনা আক্তারের আরেকটি ঘররের চাবি হস্তান্তর করেন।

সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ২৪টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে।

সকালে বঙ্গবন্ধু  আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৬৪ জেলায় ১১ হাজার ৬০৪ টি দুর্যোগ সহনীয় বাড়ি ও ১৪ জেলায় ১০০টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ অক্টোবর ২০১৯।

আরো পড়ুুন