মানিকগঞ্জ প্রতিনিধি ১৫ অক্টোবর:
‘সাদা ছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে চলাচল করি’-এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে ‘বিশ্বসাদা ছড়ি নিরাপত্তা দিবস ‘পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা হাসপাতাল চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে র্যালীটি শহীদ স্মরণী সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
সভা শেষে মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রর পক্ষ থেকে ১৪ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে একটি করে ডিজিটাল স্মার্ট সাদাছড়ি প্রদান করেন অতিথিরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০১৯।