শিবালয় প্রতিনিধি, ১৫ অক্টোবর:
মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ২৩ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস অফিস এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে শিবালয় সহকারি কমিশনার (ভুমি) মো. জাকির হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে জেলেদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দেন।
উপজেলা মৎস অফিসার মো. আতিয়ার রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু মৌসুমী জেলে নদী কারেন্ট জাল দিয়ে অবৈধ্য ভাবে মা ইলিশ শিকার করছিল। এসময় অভিান পরিচালনা করে ২৩ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে এক বছর করে কারান্ড দেওয়া হয়। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসময় তাদে নিকটে থাকা ৪ মণ ইলিম মাছ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ জব্দ করা হয়। ঝাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ স্থানীয় এতিম খানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান মৎস অফিসের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০১৯।
আরও পড়ুন: