মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ অ্ক্টোবর:
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক–জঙ্গী–সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সারে
১১ টার দিকে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সরকারী দেবেন্দ্র কলেজের সামনে থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে বিজয় মেলার মাঠে গিয়ে শেষ হয়।
১১ টার দিকে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সরকারী দেবেন্দ্র কলেজের সামনে থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে বিজয় মেলার মাঠে গিয়ে শেষ হয়।
পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায়, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.গোলাম মহীউদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, কমিউনিটি পুলিশিং ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান অন্যরা উপস্থিত ছিলেন।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করেন পুলিশ সুপারসহ অন্যরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ অক্টোবর ২০১৯।