সিংগাইরে গৃহবধুকে গলা কেটে হত্যা

সিংগাইর প্রতিনিধি, ২৬ অক্টোবর

মানিকগঞ্জের সিংগাইরে হাসিনা বেগম (৫৫) নামে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে, পরিবারের সদস্যদের দাবী হাসিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত হাসিনা বেগম উপজেলার বলধারা ইউনিয়নের খুয়ামুড়ি গ্রামের কৃষক আব্দুর রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও মেয়ে সন্তানের জননী।

সিংগাইর থানার এসআই মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলের স্ত্রী শাবানা বলেন, তার স্বামী কুয়েত প্রবাসী। সন্ধ্যার পরে তিনি ও তার শ^াশুড়ি আলাদা দুই ঘরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১০ টার দিকে শ^শুড় বাড়িতে এসে তার শাশুড়িকে দেখতে পাইনি। পরে খোঁজাখুজি করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি ধান খেতে তার জবাই করা লাশ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহত হাসিনার ভাসুর (স্বামীর বড় ভাই) অভিযোগ করে বলেন, দুজন প্রতিবেশীর সাথে তাদের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এই জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে।

সিংগাইর থানার এসআই মিরাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রæতার জের ধকে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পরেই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

এঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। 

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ অক্টোবর ২০১৯।

আরো পড়ুুন