সাটুরিয়ায় নওজোয়ান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধণ

সাটুরিয়া প্রতিনিধি, ১২ অক্টোবর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া হাই স্কুল খেলার মাঠে নওজোয়ান
গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্ধোধণী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নওজোয়ান ঐক্যজোট ধানকোড়ার আয়োজনে উদ্ভোধনী খেলায় প্রধান
অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল
মজিদ ফটো।

উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী ফুটবল
একাডেমী বনাম কেরানীগঞ্জের বাবুল গ্রাম কেসি একাদাশ। এক ঘন্টার খেলায় কোন
পক্ষে গোল না হওয়ায় ট্রাইবেকারে খেলায় বিজয়ী হয় তেরশ্রী ফুটবল একাডিমী।

নওজোয়ান ঐক্যাজোটের সভাপতি একেএম সাইফুল ইসলাম নুরুর সভাপতিত্বে এসময়
আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল
ওয়াদুদ বাবু, ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, ধানকোড়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, ধানকোড়া ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওজোয়ান ঐক্যজোটের সাধারণ সম্পাদক সৈয়দ
আনোয়ার হোসেন মহনসহ নওজোয়ান ঐক্যজোটের শতাধিক সদস্য।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ অক্টোবর/ ২০১৯।

আরো পড়ুুন