সিংগাইরে চাঁদাবাজি মামলা থেকে ইউপি চেয়ারম্যানের অব্যাহতি

সিংগাইর প্রতিনিধিঃ  অবশেষে বহুল আলোচিত চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি পেলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভুঁইয়াসহ ৭ ব্যক্তি।

 বুধবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মানিকগঞ্জ-২ এর বিচারক জিবরুল হাসান চেয়ারম্যানসহ অন্য ৭ আসামীদেরকে অব্যাহতি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তার তদন্তকালে চাঁদাবাজি মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। যার প্রেক্ষিতে শুনানী শেষে আদালত বুধবার  দুপরে চেয়ারম্যানসহ অন্য আসামীদের মামলা থেকে  অব্যাহতি প্রদান করেন।

 আসামি পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট লুৎফর রহমান।

 উল্লেখ্য, গত ২১ মার্চ উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে আমান গ্রাফিক্স ইকো-স্টুডিও লিঃ-এর নির্মাণাধীন প্রতিষ্ঠানের বালু ভরাটকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।

পরে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তুষার-মুন্ন এন্টার প্রাইজের ম্যানোজার আতাউর রহমান বাদি হয়ে চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে  থানায় মামলা দায়ের করেন।

পরে মামলায় চেয়ারম্যানসহ অন্য আসামীরা এক দিন হাজত বাস করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ সেপ্টম্বর/ ২০১৭।

আরো পড়ুুন