সিংগাইরে শারদীয় দুর্গোৎসবে আনসার-ভিডিপি নিয়োগে বাণিজ্যের অভিযোগ

 সিংগাইর
প্রতিনিধি: জেলার সিংগাইর উপজেলার
শারদীয়
দুর্গোৎসবে পূজা মন্ডপে আনসারভিডিপি নিয়োগে অর্থ
বাণিজ্যের অভিযোগ উঠেছে
উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা,
থানা পরিদর্শক (টিআই) ইউনিয়ন
দলপতিরা সাধারণ সদস্যদের নিকট
থেকে
অগ্রিম অর্থ হাতিয়ে নেয়ায়
ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগীদের
মধ্যে

বছর সিংগাইরে
৬৭টি
পূজা মন্ডপে আইন শৃংখ্লা নিরাপত্তার কাজে মোট ৩৮৫
জন আনসার ভিডিপি নিয়োগ
দেওয়া হয়েছে। প্রতি  সদস্যের
দিনপ্রতি ৩২০ টাকা করে
দিন ডিউটির জন্য
সম্মানী ভাতা ধরা হয়েছে
হাজার ৬০০ টাকা দল
নিয়ন্ত্রণকারীদের ক্ষেত্রে হাজার ৭০০
টাকা নির্ধারণ করা হয়েছে

সুযোগে উপজেলা
ভারপ্রাপ্ত
আনসার ভিডিপি কর্মকর্তা সাহিদা
আক্তার, টিআই আব্দুস ছাত্তার
ইউনিয়ন দলপতিরা প্রত্যেক
সদস্যের কাছ থেকে ডিউটি
দেয়ার সুযোগ করে দেবার বিনিময়ে ৩০০ টাকা করে
হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভুগীরা জানায়, হাতিয়ে
নেয়া এসব টাকার মধ্যে
ভারপ্রাপ্ত কর্মকর্তা সদস্য প্রতি ১০০
টাকা, টিআই ১০০ টাকা
দলপতিরা ১০০ টাকা হিসেবে
৩৮৫ জনের নিকট থেকে
মোট  
লক্ষ ১৫ হাজার ৫ শত
 টাকা ভাগবাটোয়ারা
করে নিয়েছেন।
 

ব্যাপারে আনাসার
ভিডিপি
সদস্য সামছুল হক, শাহীনুর
ইসলাম, মোন্নাফ, দুলাল, আব্দুল মান্নান,
রানু আক্তার, বুলু আক্তার, নূরজাহান
রাহিমার জানান, প্রত্যেকেই ডিউটির
জন্য অগ্রিম ৩০০ টাকা
করে সংশ্লিষ্টদের দিতে হয়েছে।

ব্যাপারে সিংগাইর উপজেলা
ভারপ্রাপ্ত
আনসার ভিডিপি কর্মকর্তা সাহিদা
আক্তার টাকা নেওয়ার কথা অস্বীকার
করেন।
সিংগাইর
উপজেলা নির্বাহী অফিসার মোঃ যুবায়ের
জানান, এখন পযন্ত আমার নিকট লিখিত বা মৌখিক ভাবে কেউ অভিযোগ করেনি। লিখিত
অভিযোগ পেলে বিষয়টি তদন্ত কর দোষীদের
বিরুদ্ধে প্রয়োজনীয়
 আইনগত ব্যবস্থা নেয়া
হবে
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২৮ সেপ্টেম্বর/ ২০১৭।
আরো পড়ুুন