ঘিওরে স্ত্রীকে হত্যা করে ভাসিয়ে দিল নদীতে

   

ঘিওর প্রতিনিধি ॥মানিকগঞ্জে ঘিওরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ভাসিয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় স্বামীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করে জানান, স্বামী কে আটক করতে পারলেও স্ত্রীর মরদেহ বুধবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত উদ্ধার করা যায় নি।

পাষন্ড স্বামী বাড়ী উপজেলার  তেরশ্রী এলাকায় নারায়ণ চন্দ্র ঘোষেরর পুত্র সঞ্জিত কুমার ঘোষ (২৮) ।

ঘিওর থানার এস, আই  মোঃ হযরত আলী জানান, ৮ বছর পূর্বে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চানদলিয়া গ্রামের কালীপদ ঘোষের মেয়ে কল্পনা রানীর (২৪) সাথে  ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের  মৃতÑ নারায়ণ চন্দ্র ঘোষের ছেলে সঞ্জিত কুমার ঘোষের পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রবিবার ( ২৪ সেপ্টেম্বর) বিকেলে দূর্গা পূজা উপলক্ষে পরিবারের জন্য নতুন জামা কাপড় কিনে বাড়িতে আসে স্বামী সঞ্জিত। জামা কাপড় স্ত্রীর পছন্দ না হওয়ায় উভয়ের মাঝে ঝগড়া শুরু হয়।

সঞ্জিত কুমার ঘোষ রাতে টিভি দেখতে থাকলে হঠাৎ স্ত্রী তা বন্ধ করে দেয়।  এ বিষয়টিকে কেন্দ্র করে সঞ্জিত ক্ষিপ্ত হয়ে গভীর রাতে কল্পনা রাণীকে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীর মরদেহ সি এন জিতে করে ঘিওর পশু হাসপাতাল সংলগ্ন বেইলি ব্রিজ থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়।

পরে প্রতারক স্বামী তার স্ত্রী নিখোজ হয়েছে এই মর্মে ঘিওর থানায় সোমবার (২৫ সেপ্টেম্বর)  একটি জিডি করে। জিডির তদন্তের একপর্যায়ে হত্যার ঘটনাটি ফাস হয়ে যায়। জিডি করার  পর থেকে সে  সঞ্জিতের মোবাইল ফোনটি বন্ধ করে  গা ঢাকা দেয়।
পরে পুলিশের সন্দেহ হলে তাকে নাগরপুর থানার এলাসিন গ্রামে খালার বাড়ি থেকে আটক করে। বুধবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত স্ত্রী কল্পনা রাণীর মরদেহ উদ্ধার করতে পারে নি পুলিশ।

পুলিশ সঞ্জিত ও তার মাকে নাগরপুর থেকে আটক করলেও  তেরশ্রী থেকে তার বন্ধু নির্মল সাহা (৪০), চিত্য ঘোষ (৩৫), বদ্দো সাহা (৪০) আটক করে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, হত্যা মামলাটির রহস্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। পাশা- পাশি কল্পনার মরদেহ উদ্ধারের  জোর তৎপরতা চলছে।

মানিকগঞ্জ২৪/ আ. রা/ হা.ফ/ ২৭ সেপ্টেম্বর/ ২০১৭।
                                                                                   

আরো পড়ুুন