হেমন্তের আসল রুপের দেখা মেলে প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দের কবিতায়। তিনি লিখেছেন-
‘শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা রেখে/ অলস গেঁয়োর মতো এই খানে কার্তিকের ক্ষেতে ;/ মাঠের ঘাসের গন্ধ বুকে তার,/ চোখে তার শিশিরের ঘ্রাণ,/ তাহার আস্বাদ পেয়ে পেকে উঠে ধান’।
প্রকৃতিতে এখন হেমন্ত। পঞ্জিকার হিসেবে শীত আসতে এখনো এক মাস বাকি। তবে কুয়াশা বোধহয় একটু আগেই চলে এসেছে। শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে গ্রামের মেঠো পথে। ভোরের শিশির জমছে ঘাসে। ধানগাছগুলোর ডগায় কুয়াশা চিকচিক করে মুক্তোদানার মতো। খুব সকালে দূর্বাঘাসগুলো এখন থেকেই ভিজতে শুরু করেছে।
ঘিওরের বানিয়াজুরী এলাকা থেকে ছবি গুলি তোলেছেন আব্দুর রাজ্জাক।
মানিকগঞ্জ২৪/ ২৯ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন: