শিবালয়ে বাস উল্টে নিহত ২, আহত ১২


মানিকগঞ্জ২৪
প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকামুখী লাবনী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের উপর উল্টে দুই ব্যক্তি নিহত, ১২ জন আহত যাত্রী আহত হয়েছে।
রোববার দুপুর সাড়ে তিন টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার আড়পাড়া নামক স্থানে  দুর্ঘাটনাটি ঘটে
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে ঢাকামুখী ওই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের উপরে উল্টে পড়ে ওই বাসের চালকসহ দুই জন নিহত হয়েছে
 
এসম
এ দুর্ঘটনায় আহত
 ১২ জন বাসযাত্রীকে স্থানীয়রা  উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে

ঘনটায় বাস চালকসহ কাউকে আটক করতে পারে নি পুলিশ।
মানিকগঞ্জ
সদর হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা: লুৎফর রহমান জানান, নিহত ২ যাত্রীদের ময়না
তদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২৯ অক্টোবর/ ২০১৭।
আরও
পড়ুন:

মানিকগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে বহিস্কারের দাবীতে আওয়ামী লীগের বিক্ষোভ

আরো পড়ুুন