মানুষ এখন কুপি জ্বালায় না- তিল্লিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাসান ফয়জী, ১৫ এপ্রিল: মানুষ এখন কুপি জ্বালায় না। শেখ হাসিনা উন্নয়ন করায় দেশের মানুষ এখন ইলেকট্রনিক বাতির জ্বালায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি রবিবার সন্ধায় সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করার পর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, এলাকার রাস্তাঘাটসহ চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কোন মানুষ এখন বিনা চিকিৎসায় বা রাস্তায় মারা যায় না। দেশে আধুনিক চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা  মার্কায় ভোট চান।

তিল্লি ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুস সালামের সভাপতিত্বে চরতিল্লি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী রঞ্জিত দে, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী  অধিদপ্তরের ৯৬ লক্ষ টাকা ব্যায়ে তিল্লি ইউনিয়ন পরিষদের নতুন ভবন তৈরি করা হয়।  

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১৫ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় ইউএনওর সমঝোতায় নারীর দাফন

আরো পড়ুুন