শিবালয়ে বাসচাপায় আনসার সদস্য নিহত

শিবালয় প্রতিনিধি: ১৭ এপ্রিল: মানিকগঞ্জের শিবালয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় টিপু সুলতান (৩৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে।

 মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া নামক এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, মঙ্গলবার সকালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টিপু সুলতানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত টিপু সুলতান আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার আইডি নাম্বার ০৬০৩৯-৩১১২২। তার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি নতুন পোষ্টিং এ মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ যাচ্ছিলেন বলে  প্রাথমিকভাবে জানা গেলেও বর্তমানে কোথায় কর্মরত ছিল তা জানা যায়নি বলে জানান ইয়ামিন উদ দৌলা।

এ ঘটনায় ঘাতক বাসের চালক ও বাসটি আটক রয়েছে। টিপু সুলতানের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ১৭ এপ্রিল/ ২০১৮।
আরও পড়ুন:

মানুষ এখন কুপি জ্বালায় না- তিল্লিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরো পড়ুুন