আবার ক্ষমতায় আসলে মানিকগঞ্জ হবে অর্থনৈতিক জোন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ ডিসেম্বর: আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষমতায় আসলে মানিকগঞ্জে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক জোন, আন্তর্জাতিক মানের একটি ক্রিটেক স্টেডিয়াম নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন আর কেও না খেয়ে থাকেনা। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। গ্রামকে শহর হিসাবে গড়ে তুলছি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। অনেক বাধা পেড়িয়ে পদ্মা সেতু নির্মাণ কাজ চলছে। রাস্তা ঘাটের ব্যপক উন্নয়ন হয়েছে। স্কুল কলেজ সরকারীকরন করা হয়েছে। মানুষের অর্থসামাজিক অবস্থার ব্যপাক উন্নয়ন হয়েছে। নৌকা মার্কা মানেই স্বাধীনতা, নৌকা মার্কা মানেই উন্নয়ন। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, গণহত্যা পরিচালনাকারী, অগ্নিসন্ত্রাসীদের ভোট যুদ্ধে হরিয়ে দেশকে রক্ষা করতে হবে। উন্নয়নের রোল মডেল হিসাবে আমরা সন্মান পেয়েছি। কারো কাছে মাথা নত না করার আহব্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে এগিয়ে যাওয়া অব্যাত থাকবে। ক্ষমতায় থেকেই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবো।

জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ -২ আসনের প্রার্থী মমতাজ বেগম এমপি ও মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গির কবির নানাক, বাহাউদ্দিন নাসিম, ওমর ফারুক, আবদুল রহমান প্রমুখ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ ডিসেম্বর ২০১৮।

আরো পড়ুুন