সাটুরিয়া প্রতিনিধি, ১১ ডিসেম্বর: জেলার সাটুরিয়া যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মানিকগঞ্জ – ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খান রিতার মাজার জিয়ারত ও কয়েকটি পথ সভা পন্ড হয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এঘটনাটি ঘটে।
সাটুরিয়া কালুশাহ মাজার প্রাঙ্গনে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ছাত্রদল ও বিএনপির ১০ নেতা আহত হয়েছে। পরে পথ সভা না করে বিএনপি প্রার্থী সাটুরিয়া ত্যাগ করেন।
বিএনপির নেতা কর্মীরা জানান, মানিকগঞ্জ – ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা মঙ্গলবার বিকালে সাটুরিয়া কালুশাহ মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা হিসেবে সাটুরিয়া, ভাটারা এবং দরগাম বাজারে পথ সভা করার কথা ছিল।
কিন্তু বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা মাজার প্রাঙ্গনে আসার সংগে সংগে সাটুরিয়া যুবলীগ ও ছাত্রলীরগের নেতা কর্মীরা স্লোগান দিতে থাকেন। কোন রকম বিএনপির নেতা কর্মীরা রিতা কে মাজার জিয়ারত করার ব্যাবস্থা করে দেন। পরে বের হতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপির কর্মীদের ওপর হামলা করে।
এসময় উপজেলা ছাত্রদলের নেতা মো. ফরিদ হোসেন, তালুকদার জুয়েল, রনি আহমেদ, রুবেল আহমেদ ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মহসিন উজ্জামান আহত হন।
পরে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তার সমর্থক নিয়ে সাটুরিয়া বটতলায় পথ সভা করতে গেলে সেখানেও বাধা দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। বাজারে বিএনপি ও যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মীদের স্লোগান দিতে থাকে। এসময় সাটুরিয়া থানা পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ – ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা মঙ্গলবার সন্ধায় বলেন, আমাদের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচারাণায় নামার কথা ছিল। কিন্ত মাজার প্রাঙ্গনেই সাটুরিয়া যুবলীগ ও ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে পথ সভায় বাধা দেয়। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দেবার প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১১ ডিসেম্বর ২০১৮।