নিজস্ব সংবাদদাতা,২০ ডিসেম্বরঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি প্রতিটি আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমম্বয়ক কমিটি ঘোষণা করেছে।
মানিকগঞ্জ-২ আসনে মহাজোট প্রার্থী মমতাজ বেগমকে জয়ী করার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সমন্বয়কের দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসাইন।এছাড়া সদস্য হিসেবে আছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান মাদবর,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেন সাজিদ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য দিপক কুমার সাহা দিপু ও রেদওয়ান রহমান রুম্মন।
এ বিষয়ে কমিটির সদস্য দিপক কুমার সাহা (দিপু) বলেন,”মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আমাদের যে দায়িত্ব দিয়েছে আমরা তা যথাযথভাবে পালন করবো। “
এছাড়া দেশের শান্তি সমৃদ্ধি বজার রাখতে ও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
মানিকগঞ্জ২৪.কম/হে.উ./২০ডিসেম্বর/২০১৮