ব্যাংক ঋণ নিয়ে যারা টাকা ফেরত দেয় না তারা বন্ধু হতে পারে না – সাটুরিয়ায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ২২ ডিসেম্বর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ- ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন বলেছেন, ব্যাংক ঋণ নিয়ে যারা টাকা ফেরত দেয় না তারা আপনাদের বন্ধু হতে পারে না । যারা মানুষের সম্পদ ব্যাবহার করে সরকারী বিল দেয় না তারা দেশের উন্নয়ন করতে পারে না। তিনি শনিবার সন্ধায় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জন সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, এই বিজয়ে মাসে ৩০ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকটি বিজয় ছিনিয়ে আনবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবার নির্বাচনে ১৯৭০ নির্বাচনের মত আওয়ামী লীগের জয়জয়কার হবে। শেখ হাসিনাই পূনরায় প্রধানমন্ত্রী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফটো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুনয়েম খান, জেলা ছাত্র লীগের সভাপতি মো. কাজী রাজু আহম্মেদ বুলবুল, সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ.খ.ম নূরুল হক, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি, জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া উপস্থিত ছিলেন।

নির্বাচনী জনসভায় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর  বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ ডিসেম্বর ২০১৮।

আরো পড়ুুন