সাটুরিয়া প্রতিনিধি, ২২ ডিসেম্বর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ- ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন সাটুরিয়ায় শনিবার রাত ৮ টা পর্যন্ত নির্বাচনী গণ সংযোগ করেছেন।
শনিবার বিকালে হরগজ ইউনিয়নে গণ সংযোগ শেষে জান্না উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফটো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুনয়েম খান, জেলা ছাত্র লীগের সভাপতি মো. কাজী রাজু আহম্মেদ বুলবুল, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টারসহ আরও অনেকে।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা নৌকায় মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আমি সাড়ে ৪ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। আপনারা আবার নৌকায় মার্কায় ভোট দিলে আরো বেশী উন্নয়ন হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ ডিসেম্বর ২০১৮।
আরও পড়ুন: