পাটুরিয়া-দৌলতদিয়ায় ৭ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায়

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি : বৃহস্পতিবার
সকালেও পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের তিব্র জানজট দেখা দিয়েছে। সকাল ১০ টা পর্যন্ত উভয় ঘাটে ৭ শতাধিক যানবান ফেরি পারা পারের অপেক্ষায় আছে। গতকয়েকদিন ধরে পদ্মা
যমুনায়
পানি বিপদসীমার উপর দিয়ে
প্রবাহিত হওয়ায় দেশের অন্যতম নৌপথ পাটুরিয়া – দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট
শাখার সহকারী মহা ব্যাবস্থাপক (বাণিজ্য) জিল্লুর
রহমান  জানান,
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটে ২৫০ টি পণ্যবাহি ট্রাক ও ৫০ টির
মত যাত্রিবাহী বাস ফেরি পারা পরের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া
শাখার সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য)মো: আবু আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার সকাল ১০
টা পযন্ত দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা গামী ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক
যাত্রিবাহী ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

দেশের অন্যতম প্রধান এই নৌপথে
সকালে দুই পারে ৭ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় থাকলেও বেলা বারার সাথে
সাথে যানবাহনের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট
কর্মকর্তারা।

বর্তমানে এ নৌরুটে ১৬ টি ফেরি
থাকলেও তিব্র স্রোত থাকার কারনে ১২ টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৮ টি বড় ও ৪ টি
ছোট  ফেরি চলাচল করছে।

গত কয়েকদিনের পদ্ধা ও যমুনায় পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত
এবং তিব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গ্রেজ রিডার মোঃ
ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মাপ অনুযায়ী যমুনা নদীর আরিচা
পয়েন্টে বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া
ঘাট শাখার
সহকারী মহা ব্যাবস্থাপক
(বাণিজ্য) জিল্লুর

রহমান  জানান,
পদ্ধায় পানি বৃদ্ধির
সাথে নদীতে স্রোতের
তীব্রতা থাকায়  পাটুরিয়া
দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল
করতে
সময় লাগছে দ্বিগুণ  আগে এই ফেরি যেতে সময় লাগত ৩০-৪০
মিনিট। সেখানে এখন এক ঘন্টা ১০ মিনিট সময় লাগছে। ফলে উভয় ঘাটই জানজট বেড়েই চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ আগস্ট/
২০১৭।

আরো পড়ুুন